১৭ জুন ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : ব্রিটেনে লেবার পার্টির এক এমপিকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম জো কক্স (৪১)। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তরাঞ্চলীয় লিডস শহরের অদূরে গুলিবিদ্ধ হন লেবার পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্য জো কক্স। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
খবরে আরও বলা হয়, গুলিবিদ্ধ হওয়ার পরপরই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লিডস শহরের একটি হাসপাতালে নেয়া হয়।
৪১ বছর বয়সী দুই সন্তানের জননী কক্স ২০১৫ সালের সাধারণ নির্বাচনে বিজয়ী হন। তিনি ব্রিটিশ পার্লামেন্টের সিরিয়া বিষয়ক সংসদীয় কমিটির সভাপতি।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ব্রিস্টলের মার্কেট স্ট্রিট এলাকা থেকে ৫২ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।