মঈনউদ্দিন সুমন: ২০ জুন ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : ধর্মীয় সংখ্যালঘু, মুক্তচিন্তার মানুষসহ সারা দেশে গুপ্তহত্যার প্রতিবাদে রোববার বিকেলে মুন্সিগঞ্জ শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
ধর্মীয় সংখ্যালঘু, মুক্তচিন্তার মানুষসহ সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জ শহরের দুই স্থানে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রোববার বিকেলে শহরের পুরাতন কাচারীর শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন ও সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। এখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস প্রমুখ।
অপরদিকে শহরের জুবলী রোডে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও আমরা মুক্তিযোদ্ধার সস্তান।
এখানে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সস্তান সংগঠনের জেলা সভাপতি রেজাউল ইসলাম সংগ্রাম, কাউন্সিলর মকবুল হোসেন, কাউন্সিলর জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আবু বকর সিদ্দিক মিথুন প্রমুখ।
এনটিভি