মোঃ জাফর মিয়া, ২৩ জুন ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : মুন্সিগঞ্জে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উৎযাপন ও জেলা এনজিওর ওয়েব পোর্টাল এবং সেবা মেলার উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস উৎযাপন উপলক্ষে একটি বনার্ঢ্য র্যালী বের হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীতে এসে শেষ হয়। পরে সেখানে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক শিক্ষা ও আইসিটি) মোঃ হারুনুর-অর-রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, সির্ভিল সার্জন মোঃ শহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী মোঃ ফয়সাল বিপ্লব, হরঙ্গগা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জিসহ আরো অনেকে।
পরে জেলার ১৭ টি বিভিন্ন এনজিওর ওয়েব পোর্টাল ও সেবা মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল। সেবা মেলায় বিভিন্ন সংস্থার ১৫ টি স্টল স্থান পেয়েছে।