১৩ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : সিরাজদিখান উপজেলার পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার বাড়ৈপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মিতা বেগম (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি স্থানীয় মোজাম্মেল হকের স্ত্রী। সিরাজদিখান থানার এসআই বাহারুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিতা বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
এদিকে, বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শেখরনগর গ্রাম সংলগ্ন ইছামতি নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ২টি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।