সিরাজদিখান প্রতিনিধি, ১৪ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : নতুন যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের সিরাজদিখান উপজেলার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেগম শাহিনা পারভীন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের সামসুজ্জামান পনির, সিরাজদিখান প্রেসক্লাবের আহ্বায়ক দৈনিক যায়যায় দিন ও এশিয়ান টেলিভিশনের কাজী নজরুল ইসলাম বাবুল, সদস্য সচিব দৈনিক সংবাদের ইকবাল হোছাইন ইকু, দৈনিক ভোরের ডাকের জাবেদুর রহমান যোবায়ের, মাসিক বিক্রমপুরের ইবরাহিম হাওলাদার,
দৈনিক নয়াদিগন্তের কামরুল ইসলাম, দৈনিক বর্তমানের মো. রেজাউল করিম, দৈনিক সমকালের ইমতিয়াজ বাবুল, দৈনিক যুগান্তরের সুব্রত দাস রনক, দৈনিক আমাদের সময়ের মোক্তার হোসেন, দৈনিক আমার সংবাদের আব্দুল্লাহ আল মাসুদ, দৈনিক দিন প্রতিদিনের আজাদ বিন আযম নাদভী।
মত বিনিময় সভায় তানবীর মোহাম্মদ আজিম সাংবাদিকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান এবং সাংবাদিকদেরও সহযোগিতা চান। নতুন যোগদান উপলক্ষে সাংবাদিকদের মিষ্টিমুখ করান।