মোঃ জাফর মিয়া, ১৫ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : গজারিয়ায় মাটি ভরাট করাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকি গ্রামের নাজমুল ও মন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষে হলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আরিফ সরকার ও গোলাপ সরকার নামের দুই ভাই নিহত হয়েছেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন গুলিবৃদ্ধ হয়েছে। আহতদের মধ্যে গুরতর অবস্থায় ইউসুফ মৃধা (৪০), রেহানা (৩২), জহির (১৮), ইমরান (২৮), ফুলচাঁন(৬০)ও গিয়াসউদ্দিন(৪৫) সহ ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
নিহতে বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূঁইয়া বলেন, মাটি ভরাট করাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে এ ঘটনা ঘটেছে । ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।