১৬ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জ শহর যুবলীগের নেতা ও দুধর্ষ সন্ত্রাসী শাহজালাল মিজির বাড়ি থেকে একটি বিদেশী পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকায় বৃহস্পতিবার রাত ১০ টার দিকে পুলিশ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এসময় পুলিশের আগমন টের পেয়ে পালিয়ে যায় শাহজালাল।
সদর থানার সেকেন্ড অফিসার এসআই শেখ সাদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যুবলীগ নেতার শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসত-ঘরের বালিশের নীচ থেকে বিদেশী পিস্তল-গুলি-ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।
তবে পুলিশের হাত থেকে পালিয়ে যায় শাহ-জালাল। সে মুন্সিগঞ্জ জেলার অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় আস্ত্র-চাঁদাবাজী, মাদক মামলা সহ ১৭ টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।