১৯ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : দেশজুড়ে জঙ্গীহামলা, গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য অরাজকতা ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবকলীগ।
সোমবার বিকাল সাড়ে ৫টায় জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্দ্যেগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে সুপার মার্কেট হয়ে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সামনে এসে শেষ হয়।
এ ছাড়া বিভিন্ন এলাকা থেকে সেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম সরোয়ার মামুন, নজরুল ইসলাম মহসিন, শিশু ও পরিবার বিষয়ক সম্পাদক মাহফুজা বেগম, কেন্দ্রীয় কমিটির সদস্য এড. সালমা হাই টুনি, দ্বীন ইসলাম।
জেলা স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি আল মাহমুদ বাবুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগের সভাপতি এড. গোলাম মাওলা তপন, শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন কল্লোল, কাউন্সিলর মকবুল হোসেন, জাকির হোসেন, জাহিদ হাসান, আবু ছিদ্দিক মিথুন।