২২ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : গজারিয়ায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে নিহতের সংখ্যা দাড়ালো তিনে। নিহতের নাম মো. ইউনুস (৫০)।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভূইয়া নিহতের খবর নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ হয়ে আহত মো. ইউনুসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, গত ১৪ জুলাই বৃহস্পতিবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুলিবিদ্ধ হয়ে মারা যান হোসেন্দি ইউনিয়নের ইউপি সদস্য গোলাপ হোসেন বেপারি ও তার ভাই আইয়ুব আলী বেপারি। গুলিবিদ্ধ হয়ে আহত হন আরও অন্তত ১২ জন। এ ঘটনায় ১২৯ জনের নামে গজারিয়া থানায় মামলা হয়।