কে,এন, ইসলাম বাবুল, ২৯ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : সিরাজদিখান উপজেলার শেখের নগর কালীমন্দির পাকা রাস্তা হতে দক্ষিণহাটি খানবাড়ি কালভার্ট পর্যন্ত ইটের সলিং দ্বারা নির্মিত রাস্তাটির কাজ শেষে শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উদ্বোধন করা হয়।
মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ফিতা কেটে এ রাস্তা উদ্বোধন করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত ১২ লাখ ২৫ হাজার টাকা ব্যায়ে প্রায় ১ কি.মি. রাস্তার কাজ সম্পন্ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা ইয়াসমিন, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাজী ইমতিয়াজ আশফাক, শেখের নগর ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য হেলাল খান।