৩০ জুলাই ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ গ্রামে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়ে এক বন্ধুকে মাথা ফাটিয়ে ভয়ে আত্নহত্যা করেছে আল-আমিন নামে ১৪ বছরের এক শিশু।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, শহরের হাটলক্ষী এলাকার খেলার মাঠে শুক্রবার বিকেলে স্থানীয় ছেলেরা দুই দলে বিভক্ত হয়ে ক্রিকেট খেলছিল। খেলা চলাকালে আল-আমিন ও শাকিলের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে আল-আমিন ক্রিকেট খেলার ষ্ট্যাম্প দ্বারা আঘাত করলে বন্ধু শাকিলের মাথা ফেটে যায়। আহত শাকিলকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
আহত বন্ধুর অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে রাত ৮ টার দিকে অপর বন্ধু আল-আমিন নিজ বসত-ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।