সেলিনা ইসলাম, ১ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : সিরাজদিখানে জঙ্গিবাদ প্রতিরোধে র্যালী ও মানববন্ধন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। সোমবার (১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারের সাথে একাত্বতা ঘোষণা করে এই মানববন্ধন ও র্যালী করেন।
‘জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাড়াও এক সাথে, বাংলার মাটিতে জঙ্গিবাদ নিপাত যাক’ এ স্লোগানে মানববন্ধন ও র্যালী করেছে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, নার্স ও কর্মচারি, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়, নেছারাবাদ নূরিয়া দাখিল মাদ্রাসা, কুসুমপুর উচ্চ বিদ্যালয়, রাজদিয়া আব্দুল জাব্বার বালিকা উচ্চ বিদ্যালয় ও সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীরা এ র্যালী ও মানববন্ধন করেছে।