৩ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) :মুন্সিগঞ্জ ধলেশ্বরীর নদীর তীরে লঞ্চ টার্মিনাল এলাকায় বেড়িবাধে ভাঙ্গন দেখা দিয়েছে। বর্ষাকে সামনে রেখে নদীতে পানি বাড়ায় বেড়িবাধে ভাঙন আরো বেড়ে গেছে।
ভাঙ্গন দিয়ে নদীর পানি বসতিতে আসতে শুরু করেছে। এই ভাঙ্গন বড় আকার ধারণ করলে এখানকার পুলিশ লাইন, ফায়ার সার্ভিস ও একটি বাণিজিক শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়বে। তাই এখনি ব্যবস্থা নেয়া প্রয়োজন।
অনেকের দাবি এখানে বেপড়োয়াভাবে বলগেট রাখার কারণে বেড়িবাধে ভাঙ্গন দেখা দিয়েছে। তবে এর বিপরিতে অনেকের অভিমত হচ্ছে নি¤œ মানের কাজ করার কারণে এখানে ভাঙ্গন দেখা দিতে পারে।