৬ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে মাদরাসার হেফজখানার এক শিক্ষার্থী ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। জেলার টঙ্গীবাড়ী উপজেলার বুরুলিয়া এলাকার কারিমিয়া কালিমুল কোরআন কওমী মাদরাসার ওই শিক্ষার্থী নাম এনামুল হক সরকার (১৩)।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি রাহাত খান রুবেল শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় টঙ্গীবাড়ী থানায় জিডি দায়ের করেন। তিনি জানান, সদরের বজ্রযোগিনীর গুহপাড়া গ্রামের মো. হোসেন নান্নুর ছেলে এনামুল গত ২৫ জুলাই দুপুরে মাদরাসা থেকে নিখোঁজ হয়।