ইকবাল হোছাইন ইকু, ৬ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : এসো রাখি হাতে হাত, রুখে দেই জঙ্গীবাদ’ শ্লোগানকে সামনে রেখে সিরাজদিখান উপজেলায় শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ রোডে মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আয়োজনে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদারের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, জৈনসার ইউপি কমান্ডার কে. এম. সুলতান আহমেদ, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা প্রশিক্ষক কমান্ডার মো. মজিবুর রহমান ভূইয়া, মধ্যপাড়া ইউপি কমান্ডার (ভারপ্রাপ্ত) আ. হাই মোল্লা, বিভিন্ন ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।