৮ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : টঙ্গীবাড়ী উপজেলা আ’লীগের প্রতিষ্ঠাতা সদস্য অসুস্থ আ: মান্নান পোদ্দারকে দেখতে গিয়েছেন জেলা আ’লীগের সভাপতি ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো: মহিউদ্দিন। সোনারং গ্রামে সোমবার সকালে তিনি তাকে দেখতে যান।
আগে কখনো এভাবে কাউকে দেখতে যাওয়ার বিষয়টি এভাবে মিডিয়া আসেনি। এ রকম উদ্যোগে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে।
এই সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এড: সোহানা তাহমিনা, টঙ্গীবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যান রাহাত খান রুবেল, জাতীয় বঙ্গবন্ধু যুব পরিষদের জেলা সভাপতি মিজানুর রহমান মিজান সরদার, টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুমন খান, মনির পোদ্দার, আশ্রাফ পোদ্দার, আমিনুল ইসলাম পোদ্দার।