৯ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধামারন এলাকা থেকে মঙ্গলবার গভীর রাত ১টার দিকে ৫ রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশী পিস্তল সহ একজনকে আটক করেছে পুলিশ।
টঙ্গীবাড়ি থানার ওসি আলমগীর হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নের ধামারন এলাকায় অভিযান চালিয়ে শাহীন শেখ(৪২) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এসময় তার সাথে ৫ রাউন্ডগুলি ভর্তি একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে। শাহীন শেখ মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগীনি ইউনিয়নের চুরাইন এলাকার মোঃ আব্দুস সালাম শেখের ছেলে।