মারুফ খান সুমন, ১৭ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : টঙ্গীবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী পাচঁগাও আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান উচ্চ বিদ্যালয় এবং পাচঁগাওঁ পশ্চিমপাড়া জামে মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ওয়াহেদ আলী দেওয়ান এর চেহলাম আগামী ১৯ শে আগষ্ট শুক্রবার মরহুমের নিজ বাসভবণ পাচগাওঁ গ্রামে অনুষ্ঠিত হবে।
গত ১১ জুলাই ২০১৬ তারিখে বার্ধক্যজনিত কারনে সে ইন্তেকাল করেন। মৃত্যূকালে সে তার স্ত্রী, ৭ পুত্র, ৩ কন্যা ও ২৭জন নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। চেহলাম উপলক্ষে মরহুমের নিজ বাড়িতে কোরান খতম, মিলাদ-মাহফিল,দোয়া ও দুপরের খাবরের আয়োজন করা হয়েছে।
এতে পরিবারের পক্ষ থেকে আতœীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভনুধ্যায়ীদের উপস্থিত থেকে মরহুমের বিদায়ী আতœার মাগফিরাত কামনা করার বিনীত অনুরোধ জানানো হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে মোঃ মনিরুজ্জামান, এজিএম সোনালী ব্যাংক লিমিটেড।