সুমন ইসলাম: ১৭ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে কবিতা আবৃত্তি’র প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পুরাতন কাচারি এলাকায় মুন্সিগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার এ অনুষ্ঠানের আয়োজন করেন। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিষয়বস্তু ছিলো ‘জাতির জনক বঙ্গবন্ধু।’
জেলা সরকারি গণগ্রন্থাগার আয়োজিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত গণগ্রন্থাগারের সহকারী লাইব্্েরয়িয়ান এস এম জহিরুল ইসলাম। এছাড়াও বিচারক মন্ডলি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ইতিহাস গবেষক গোলাম আশরাফ খান উজ্জল, কবি ও সাংবাদিক সুমন ইসলাম,মুন্সীগঞ্জ জেলা সরকারী গণগ্রন্থাগার-এর কর্মকর্তা কামরুন নাহার মিতা।