২৪ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : ‘‘মৎস্য সম্পদ সংরক্ষণ অভিযান’’-এ অংশ বিশেষ অদ্য ২৪ আগস্ট ২০১৬ রাত ০১০০ ঘটিকায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার মনিরুল আহসান এর সার্বিক দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর
স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার লুৎফর রহমান খান এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীর গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ‘‘এম ভি সম্রাট-২” যাত্রীবাহী লঞ্চ হতে মালিক বিহীন অবস্থায় ১,১৩,৮৫০ বর্গমিটার অবৈধ নতুন কারেন্ট জাল আটক করে।
আটককৃত অবৈধ নতুন কারেন্ট জালের আনুমানিক মূল্য ২২,৭৭,০০০/০০ (টাকা বাইশ লাখ সাতাত্তর হাজার মাত্র)। পরবর্তীতে আটককৃত অবৈধ কারেন্ট জালগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা মৎস্য অফিসার মোছাঃ সালমা আক্তার এর নিকট হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত কারেন্ট জাল অদ্য দুপুর ১৫০০ ঘটিকায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ সালমা আক্তারের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়। কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ। প্রেস বিজ্ঞপ্তি।