২৪ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়েছে।
বুধবার ৪টা ৩৭ মিনিটে ঢাকা-চট্টগ্রামসহ কয়েকটি স্থানে বাড়ি-ঘর কেঁপে উঠে।
এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। উচু ভবন থেকে অনেক বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্পের সময় হিন্দিু সম্প্রদায়ের নারীরা শঙক বাঁজাতে থাকে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ .৮। একই সাথে সারাদেশেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। ভূমিকম্পের উৎস্পত্তিস্থল ছিল মিয়ানমারের চক এলাকা থেকে ২৫ কিলোমিটার পশ্চিমে মাটির ৮৪.১ কিলোমিটার গভীরে। এদিকে ভারতের গুয়াহাটি, পাটনাসহ বিভিন্ন শহরে ভূমিকম্পের খবর পাওয়া গেছে। বাংলাদেশের চট্টগ্রামে ও পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের চক এলাকার নিকটবর্তী ওই সব অঞ্চলে ভূ কম্পন অনুভূতি বেশি হয়েছে বলে জানা গেছে।
মার্কিন ভূতাত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মায়ানমারের মান্দালয় থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। উত্পত্তিস্থল সমুদ্র পৃষ্ঠ থেকে ৮৪.১ কিলোমিটার গভীরে। কম্পনের মাত্রা ৬.৮।