মোঃ জাফর মিয়া, ২৫ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : টঙ্গীবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ছাত্রী ও তার বড় বোনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। এ সময় প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার ও তার বোন মুক্তা আক্তারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর আহত ওই স্কুল ছাত্রীর মা সাজেদা বেগম, বাবা ফারুক হাওলাদারকে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্রএ চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার তৈলকাই গ্রামের শহিদ সেখ, হালিম সেখ, সেলিম সেখ, আলি সেখসহ ভাড়াটিয়া সন্ত্রাসীরা প্রতিবেশী ফারুক হাওলাদারের বাড়িতে হামলা চালায়। এ সময় ফারুক হালদার তার মেয়ে সাদিয়া, মুক্তা ও স্ত্রী সাজেদা বেগমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় সাদিয়া ও মুক্তাকে প্রথমে টঙ্গীবাড়ী পরে মুন্সিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ব্যাপারে ফারুক হাওলাদার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। টঙ্গীবাড়ী থানা এসআই তারেকুজ্জামান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়া হবে।