২৭ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের আটপাড়া গ্রামে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে এক নারীর ওপর হামলা করেছে স্থানীয় এক বিএনপি নেতা। এই বিএনপি নেতাটি হচ্ছেন জাহাঙ্গীর। সে হচ্ছে এই ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। বিএনপি’র তাপে এখানকার সাধারণ মানুষদের ওপর প্রভাব খাটানোর চেষ্ঠা করেন। জাহাঙ্গীর এর কাছ থেকে এখানকার একটি পরিবার ইভটিচিংয়ের শিকার হয়েছে। ইভটিচিংয়ের কারনে তিনটি পরিবার এর সংসার ভেঙ্গে যাওয়ার পথে রয়েছে।
আটপাড়ার হাসিনা। এক সন্তান বিদেশে রয়েছেন। দু’মেয়েকে স্থানীয়ভাবে বিয়ে দিয়েছেন। হাসিনার স্বামী বেশ কয়েক বছর ধরে মারা গেছেন। হাসিনার চলার পথে জাহাঙ্গীর নানা ভাবে বিরক্ত করে। এছাড়া হাসিনার দু’মেয়েকে জাহাঙ্গীর ইভটিচিং করায় সেই মেয়ের সংসার এখন ভাঙ্গার পথে। এর প্রতিবাদ করায় জাহাঙ্গীর তার দলবল নিয়ে হাসিনার ওপর হামলা চালায়। এই হামলায় হাসিনার জা পারভিন আহত হয়। হাসিনাকে জাহাঙ্গীরের দলবল হামলা করার কারণে সে অজ্ঞান হয়ে পরে। হাসিনাকে তার আতœীয় স্বজনরা অজ্ঞান অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এরপর তাকে টঙ্গীবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার সকাল ১২টার দিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসিনার সারা দেহে জখমের দাগ রয়েছে। এলাকাবাসী পুলিশ প্রশাসনের কাছে এই হামলার সঠিক বিচার চেয়েছেন।