সাখাওয়াত হোসেন সেলিম, ২৭ আগস্ট ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : আনন্দ-উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে উত্তর আমেরিকার অন্যতম সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠান। নিউইয়র্কের বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশী কমিউনিটির প্রায় ছয় শ ছাত্রী-ছাত্রীর মাঝে বিনামূল্যে স্কুল সাপ্লাই বিতরণ করেছে বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস।
গত বৃহস্পতিবার ব্রঙ্কসের বাংলাবাজার খ্যাত স্টারলিংয়ের ইউনিয়ন পোর্ট রোডের গোল্ডেন প্যালেসে আয়োজন করা হয় এ বর্ণাঢ্য অনুষ্ঠানের। আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের মাঝে এসব স্কুল সামগ্রী বিতরণ করেন সংগঠনের কর্মকর্তারা। অনুষ্ঠানে আনন্দ-উচ্ছ্বাসে এসব সামগ্রী গ্রহণ করে ছাত্রী-ছাত্রীরা। এ সময় ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি সাহেদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এসেম্বলীম্যান লুইস সেপুলভেদা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ-আমেরিকান কমিউনিটি কাউন্সিলের প্রেসিডেন্ট আইনজীবি মো. এন মজুমদার মাস্টার অব ল, বাংলাদেশ আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটির প্রেসিডেন্ট মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মামুন’স টিউটরিয়ালের প্রিন্সিপাল মূলধারার ম্যাথ টিচার শেখ আল মামুন,
বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সাবেক প্রেসিডেন্ট মোঃ শামীম মিয়া ও মাহবুব আলম, মদিনা মসজিদের প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দিন, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী গৌরব কোঠারী (মি. জি), ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের উপদেষ্টা কমিউনিটি এক্টিভিস্ট আব্দুর রব ধলা মিয়া, মূলধারার রাজনীতিক জো বামোস, সংগঠনের উপদেষ্টা আবদুল মুহিত, জুনেদ আহমদ চৌধুরী ও মোঃ রফিকুল ইসলাম, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট আবদুল বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট কফিল আহমদ চৌধুরী, আভার প্রেসিডেন্ট মেহের চৌধুরী, আশরাফুল হক চৌধুরী রিপন প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফয়েজ আহমেদ। এ সময় অতিথিরা ছাড়াও বক্তব্য রাখেন সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কবি জুলি রহমান, প্রফেসর আমিনুল হক (চুন্নু) প্রমুখ।
মিডিয়া ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টিভি সিইও আবু তাহের, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রেসিডেন্ট নূর মোহাম্মদ, মিলিনিয়াম টিভি ইউএস’র প্রধান সম্পাদক ও ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, টাইম টিভির বার্তা সম্পাদক শিবলী চৌধুরী কায়েস, টাইম টিভির কমিউনিটি আউটরিচ কর্মকর্তা সৈয়দ ইলিয়াস খসরু প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি লুইস সেপুলভেদা শিক্ষার্থীদের ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
অন্যান্য অতিথিরা এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার জন্য এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
সভাপতি সাহেদ আহমদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব সকলকে ধন্যবাদ জানিয়ে ব্রঙ্কসের প্রাচীন এ সংগঠনটির সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
তারা জানান, বিগত ৫ বছর যাবত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস বাঙালী ছাত্র-ছাত্রীদের মাঝে ফ্রি স্কুল সাপ্লাই বিতরণ করে আসছে। প্রবাসী বাংলাদেশীদের এ প্রজন্মের সন্তানদের উৎসাহ দেয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়।
উল্লেখ্য, পার্কচেস্টার ফ্যামিলি ফার্মিসির স্বত্ত্বাধিকারী গৌরব কোঠারী স্কুল সাপ্লাই বিতরণ অনুষ্ঠানের স্পন্সর করেন। কম্যুনিটি এক্টিভিস্ট আব্দুর রব ধলা মিয়ার সৌজন্যে ছাত্র-ছাত্রীদের জুস ও চীপস প্রদান করা হয়।
আরো উল্লেখ্য যে, নিউইয়র্কে জুলাই-আগস্ট শিক্ষা প্রতিষ্ঠানে সামার ভেকেশান শেষে আগামী আগামী ৮ সেপ্টেম্বর নতুন শিক্ষা বর্ষের ক্লাস শুরু হবে। শিক্ষা বর্ষের শুরতেই ছাত্রী-ছাত্রীদের স্কুল সাপ্লাই একটি অত্যাবশ্যকীয় অনুষঙ্গ। এসকল স্কুল সাপ্লাইর জন্য অভিভাবকদের অনেক অর্থ গুনতে হয়। বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস ফ্রি স্কুল সাপ্লাই বিতরণের মাধ্যমে প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের পাশাপাশি অভিভাকদেরও অর্থ সাশ্রয়ের সুযোগ করে দিল।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সাহেদ আহমদ, সহ সভাপতি তৌকিকুর রহমান ফারুক, সৈয়দা মাহমুদা কবির ও সামাদ মিয়া জাকের, সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব, সহ সাধারণ সম্পাদক শামীম আহমদ, কোষাধ্যক্ষ মো: আলী রাজা, সাংগঠনিক সম্পাদক মো: আমিনুল হক (কাজী এনাম), আইন ও আন্তর্জাতিক সম্পাদক মনিকা মন্ডল, প্রচার সম্পাদক মো: ইমরান আলী, দপ্তর সম্পাদক হুমায়ুন কে সোহেল,
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জুলী রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক নোমান আহমদ, ধর্ম ও সমাজ সেবা সম্পাদক কাজীরুল ইসলাম, সাত্যিক সম্পাদক মো: মারুফ রশিদ, আপ্যায়ন সম্পাদক ফখরুল আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদিকা জেবুন্নেছা হাসান, কার্যকরী সদস্য : মোশাহীদ চৌধুরী, আব্দুল বাছির খান, প্রফেসর আমিনুল হক (চুন্নু), উমা রেশমা, শাহ কামাল, মো: আবাদ হোসেন মোল্লা, ফয়ছল আহমদ চৌধুরী ও ফখরুল ইসলাম।