৭ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মীরকাদিম গরুরহাট এর পাশে ধলেশ্বরী নদী দিয়ে যাওয়া গরুর ট্রলার আটকিয়ে ব্যাপারীদের মারধর করেছে মিরকাদিম পৌরসভার কাউন্সিলর আবু তাহের ও তার লোকজনরা।
এসয় এক গরু ব্যাপারী জানান, আমরা প্রতিবছর সিরাজগঞ্জ থেকে মুক্তারপুর বিসিক গরুর হাটে গরু আসি। আজ বুধবার আমি ট্রলার নিয়ে নদী দিয়ে মীরকাদিম ঘাটের বরাবর আসলে আমার ট্রলারটি জোর পূর্বক আটক করে আমাদের মারধর করে আমার প্রায় ৫০ টি গরু মীরকাদিম গরুর হাটে নিয়ে যায় আবু তাহের ও তার লোকজনরা।
এই ঘটনার সংবাদ পেয়ে পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফা দ্রুত প্রশাসনের সাথে যোগাযোগ করে পুলিশ প্রশাসনের মাধ্যমে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।
পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম এর নির্দেশে সেখানে পুলিশ মোতায়ন করা হয়েছে।
ধলেশ্বরী নদীকে সামনে রেখে মীরকাদিমে একটি গরুর হাট ও পঞ্চসারের বিসিক মাঠে আরেকটি গরুর হাট রয়েছে। পঞ্চসার বিসিক গরুর হাটের ইজারাদার হচ্ছে গোলাম মোস্তফার ভাই গোলাম কিবরিয়া।