৭ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : দেশ সেরা জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদলকে বিদায় ও নবাগত পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএমকে সংর্বধণা দিয়েছে মুন্সিগঞ্জ প্রেসক্লাব। বুধবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানে মাধ্যমে এই সংর্বধনা দেয়া হয়।
মুন্সিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ই মুন্সিগঞ্জ জেলা প্রশাসক মোঃ সাইফুল হাসান বাদল,নবাগত পুলিশ সুপার মোঃ জায়েদুল আলম পিপিএম,জেলার প্রধান বিদ্যাপিঠ সরকারি হরঙ্গগা কলেজের অধ্যক্ষ মীর মাহফুজুল হক,জেলা সিভিল সার্জন ডা.মোঃ শহিদুল ইসলাম,জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল মতিন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ কাদের মোল্লা,
মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক মঞ্জুর মোর্শেদ,সভাপতি আরিফ-উল-ইসলাম,মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান, প্রেসক্লাবে নবনিবার্চিত সহ-সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, সাংবাদিক মাহবুবুর রহমানসহ জেলায় কর্মরতঃ বিভিন্ন গণ মাধ্যাম কর্মিরা উপস্থিত ছিলেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে আধুনিক ও বাউল গান পরিবেশন করেন শিল্পীরা।