৮ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : সিরাজদিখানে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকাল ১০ টায় র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবীর মোহাম্মদ আজিমের নেতৃত্বে আলোচনা সভা ও র্যালীতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের সভাপতি আশরাফ ইকবাল প্রমুখ।