
মানুষের ঢল। যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসে চড়ে আসতে থাকে শিমুলিয়া ফেরিঘাটে। ১৭টি ফেরি দিয়ে পারাপার হচ্ছে যানবাহন। অতিরিক্ত ভাড়া ও জীবনের ঝুঁকি নিয়ে লঞ্চ আর স্পিডবোটে পারি দিচ্ছে যাত্রীরা। পারাপারের অপেক্ষায় আছে প্রায় ৫ শতাধিক ছোট-বড় গাড়ি। ছোট প্রাইভেট কারের সংখ্যা বেশি।
বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, প্রায় ৫ শতাধিক গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। অতিরিক্ত যাত্রীবহনের বহনের জন্য প্রায় সব ফেরিতে কম গাড়ি উঠানো হচ্ছে। তবে গাড়ির এই দীর্ঘলাইন দ্রুত কমে আসবে। ১৭ টি ফেরি দিয়ে গাড়ি পারাপার হচ্ছে। মধ্য রাত থেকে মাওয়া ঘাটে পারাপারের জন্য চাপ বারতে খাকে।