১১ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : দীর্ঘ ঈদের ছুটিতে নিজ এলাকায় অথবা ভ্রমণ পথে অসুস্থ মানুষের সেবায় মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগের চিকিত্সক এবং কর্মচারীবৃন্দ।
আজ সকাল আটটা থেকে শ্রীনগর হাসপাতাল লৌহজং হাসপাতাল মাওয়া ফেরীঘাটে কর্মরত মেডিকেল টীম,ইউনিয়ন সাবসেন্টার এবং কমিউনিটি ক্লিনিক সমুহ পরিদর্শন করে সকলকে উপস্থিত এবং সেবারত দেখে এই টীমের একজন সদস্য হিসেবে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
আমাদের উপর আস্থা রাখুন, সেবা নিন,সুস্থ থাকুন।
সকলের ঈদ নির্বিঘ্ন হোক, হোক আনন্দময়।
যখন মানুষ ঈদের ছুটিতে বাড়ি ফেরায় বস্ত তখন মুন্সিগঞ্জ সিভিল সাজন মানুষের সেবায় ছুটে গেছেন শিমুলিয়া ঘাটে। সেবা দিচ্ছেন মানুষকে। তার এই মহতি উদ্যোগকে মুন্সিগঞ্জ নিউজ ডটকম থেকে অভিনন্দন জানাই। আমরা পজেটিব নিউজের পাশেই আছি।