১৭ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) :
শারদদৃশ্য
শারদবেলায় রৌদ্ররথে যাত্রা ছিলো পীতবর্ণের কার্পেটে হেঁটে হেঁটে
মনোবৈঠা আজও তা অন্বেষণ করে হলুদডোবা সন্ধ্যাবেলায়
আকাশপরিধি বেয়ে ছেঁয়ে গেছে আগুনকুসুম রঙ; জলআয়না’য়-
ভেসে ওঠছে কুসুম রঙের আগুন!
প্রান্তবেলায় দাঁড়িয়ে কেউ বলবে না আবার তবে পরিচর্যা হোক
নতুনের;- জয়ের ভেতর এতোটা দুর্বার পরাজয় থমকে যাক
সুন্দর, তুমিতো লুকিয়ে থাকো নিজেরই আড়ালে ডুমুরেফুল হয়ে-
তাই বলছি, এখন ভাঙার সাহস চাই; বেরিয়ে এসো-
শাদা অন্ধকার ঘেঁষা শুভ্রফুলের প্রকরণ ভেঙে সবুজ উঠোনে
রঙ পেন্সিলে আঁকা শারদদৃশ্য বাস্তবিক ফুটে ওঠুক ক্যানভাস জুড়ে।
শরতের ট্র্যাজেডি
শরতের কাশবন দেখলেই মায়ের মলিন মুখ ভেসে ওঠে
শরত তোমার রূপ এতটা মলিন হয় নি কখনো তবু আজ
ভেসে ওঠে তোমার দুঃখিনী সারৎসার
ঋতু পরিবর্তিত সময়ের কাছে মাথানত করে দিয়েছো তোমার
সারাজীবনের কষ্টার্জিত সৌন্দর্য। যে সৌন্দর্য একদা মানুষকে
ভুলিয়ে দিতে পারতো অথচ এখন তোমার সৌন্দর্যে যেন পুঁজিবাদের
মহড়া চলে অবিরাম। বাল্যসময়ের সেই ছুটে চলা কাশবনের মেঠোপথ
দেখা হয় না। দেখা হয় না প্রিয়মানুষের সাথে একসাথে পথচলার মুহূর্ত।
লেখক- অনু ইসলাম, কবি ও প্রাবন্ধিক।