২৬ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : জেলা শহরের মুন্সিগঞ্জ সরকারী হরগংগা কলেজের আশুতোষ হলে সোমবার বেলা ১১টার দিকে ক্রাউন্ট সিমেন্টের গবেষণা ক্র্যানক্রম অনুষ্ঠানে ৬জন গুনী শিক্ষক এবং ১১জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়েছে।
বিজনেস রিসার্চ অন ব্র্যান্ড ইকুইটি শিরোনামে ক্রাউন সিমেন্ট কতৃর্পক্ষ গবেষণা ক্র্যাওক্রমটি সফলতার সাথে পরিচালনার জন্য এই সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ ডঃ মীর মাহফুজুল হক, সহকারী অধ্যক্ষ সাহেদুল কবীর, সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, ক্রাউন্ট সিমেন্ট গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ হাবিবুর রহমান মোল্লাহ্, এম আই ক্রাউন্ট সিমেন্টের ব্যাবস্থাপনা পরিচালক আলমগীর কবির, ক্রাউন্ট সিমেন্টের ব্যাবস্থাপক মোহাম্মদ আব্দুল আহাদ সহ প্রমুখ।