সুমন ইসলাম: ২৭ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : সব্যসাচী লেখক কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কবি পরিষদ মুন্সীগঞ্জ জেলা।এক শোক বার্তায় কবি পরিষদ মুন্সীগঞ্জ জেলার সভাপতি কবি গোলাম আশরাফ খান উজ্জল এবং সাধারন সম্পাদক কবি সুমন ইসলাম বলেন,বাংলাসাহিত্যের বতর্মান যে করুণ অবস্থা সেখানে সৈয়দ শামসুল হক ছিলেন একজন বটবৃক্ষের মতন অভিভাবক।তার অকাল প্রয়াণ-এ আমরা মর্মাহত।শোক বার্তায় আরো বলেন,বিকেলে কবির মৃত্যুর সংবাদ পেয়ে কবি পরিষদ মুন্সীগঞ্জ জেলা জরুরি এক আলোচনা সভার আয়োজন করেন।সেখানে সব্যসাচী লেখক কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য কবি জগদ্বন্ধু হালদার,কবি মিলনময় দাস,কোষাধ্যক্ষ কবি অনু ইসলাম,কবি অয়ন সাঈদসহ প্রমূখ।