২৭ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জ বিশ্ব পর্যটন দিবস ২০১৬ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক স¤েœলন কক্ষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভার বক্তব্য রাখেন, সংসদ সদস্য মৃনাল কান্তি দাস, জেলা প্রশাসক সায়লা ফারজানা, পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক হারুন অর রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শওকত আলম মজুমদার, এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।