২৭ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : গত ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন সিরাজদিখান বাজারের মুরগির ব্যবসায়ী আতাউর রহমান (২৫)।
বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে ব্যবসার কাজে ঢাকার উদ্যেশ্যে রওনা হন। এরপর আর ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। এদিকে সোমবার একটি বাংলালিক নাম্বার থেকে কল করে আতাউরের পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে।
নিখোঁজ আতাউর রহমান মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গয়াতলা গ্রামের হাজী আলাউদ্দিন দেওয়ানের ছেলে। তার পরনে জিন্সের প্যান্ট ও কালো রংয়ের টি-শার্ট ছিল।
এ ব্যাপারে তার বড় ভাই মতিউর রহমান সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৮৯০।
নিখোঁজের বড় ভাই মতিউর রহমান জনান, বাড়ি থেকে কাপ্তান বাজারের উদ্যেশ্যে বের হয়ে আতাউর। এর পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
তবে সোমবার সকাল সাড়ে নয়টায় ০১৯৯৩৮৪৮৬১৩ নাম্বার থেকে থেকে একটি কল আসে। এসময় অপর প্রান্ত থেকে আতাউরের মুক্তির জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে।
সিরাজদিখান থানার ডিউটি অফিসার মো. ফারুক হোসেন জানান, এব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা উদ্ধারের চেষ্টা চালাচ্ছি।