২৮ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : টঙ্গীবাড়ীতে এক বাক প্রতিবন্ধীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। ছিনিয়ে নিয়েছে তাঁর কাছ থেকে ২০ হাজার ৭০০ টাকা।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে , ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় উপজেলার কামারখাড়া গ্রামের বকুল হালদারের বাক প্রতিবন্ধী পুত্র কাইউম হালদার (৩৫) কামারখাড়া বাজারে তার নিজের দর্জি দোকান বন্ধ করে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন।
কাইউমকে রাস্তায় একা পেয়ে ওই এলাকার সন্ত্রাসী ফটকা কাদির (৩২), শাহজাহান (৩৪), দেলু খাঁ, মনির ও আনোয়ার খাঁ তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে গেলে দস্তাদস্তি হয়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কাইউমের মাথা ও ডান হাতে এলোপাতারি কুপিয়ে জখম করে। আহত হয়ে রাস্তায় পড়ে থাকলে এলাকাবাসী কাইউমকে উদ্ধার করে টঙ্গীবাড়ী সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কাইউম এর চাচাত ভাই দিঘীরপার ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার মামুন হালদার জানান টাকা ছিনিয়ে নেয়ার জন্যই কাইউমকে ওরা কুপিয়েছে। এ ঘটনায় কাইউমের বড় ভাই শহিদ হালদার বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় মামলা করেছে।
টঙ্গীবাড়ী থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান বোবাকে জখম করায় অভিযুক্তদের ধারার জন্য পুলিশ তৎপর।