২৯ সেপ্টেম্বর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তোড়জোড়। ভেতরে ভেতরে চলছে নানা হিসাব-নিকাশ ও জল্পনা-কল্পনা। কে কোন পদ পেতে যাচ্ছেন, কার পদোন্নতি হচ্ছে, কে বাদ পড়তে যাচ্ছেন- এ নিয়ে চলছে জোর আলোচনা। গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারেন দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, রবিউল মুক্তাদির চৌধুরী, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দলের সহসম্পাদক অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওসার, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রমুখ। পদোন্নতির তালিকায় আরও রয়েছেন আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কর্নেল (অব.) ফারুক খান, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাব্ল–, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, উপদফতর সম্পাদক মৃনাল কান্তি দাস ।