মোঃ সাকিব আহম্মেদ, ৪ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : মুন্সিগঞ্জ নবাগত জেলা প্রশাসকের সাথে জেলা মুক্তিযোদ্ধাদের মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিছুজ্জামান আনিছ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সায়লা ফারজানা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ কাদের মোল্লা, মুক্তিযোদ্ধা সংসদের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মতিউল ইসলাম হিরু, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম,মীর নাসির উদ্দিন উজ্জ্বল,বতর্মান সভাপতি রাসেল মাহমুদ, সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনীসহ বিভিন্ন উপজেলার ও ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধারা এতে অংশ গ্রহন করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ্য পুস্তকে পড়লে চলবেনা , মুক্তিুদ্ধের চেতনা বুকে ধারন করতে হবে এবং নতুন প্রজন্মেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে।