৫ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : বুধবার যোগিনীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় Teacher Support Network Lessonstudy Programe(T,F,N) এ নার্গিস আক্তার সহঃশিক্ষক চতুর্থ শ্রেণি র গনিত পরিমাপ বিষয়ে পাঠদান করেন।
পাঠ পর্যবেক্ষণ করেন রাকিবুল ইসলাম তালুকদার সুপার পি,টি,আই। ফেরদৌসি আক্তার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।হাজী মোঃ খোরশেদ আলম এস,এম,সি,সভাপতি। উম্মে কুলসুম লিপি,ও মোঃ বেলাল U,R,C কর্মকর্তা সদর।U,R,C কর্মকর্তা টংগিবাড়ি মো আব্দুল মতিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। মোঃ মহিউদ্দিন আহম্মেদ প্রধান শিক্ষক মাঠপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। মোঃ মোজাম্মেল হক প্রধান শিক্ষক যোগিনিঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ।