৬ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : লৌহজং পয়েন্টে শিমুলিয়া-কাওরাকান্দি ১৪ ঘন্টা পর ফেরি চলাচল শুরু। ডুবচরে রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও রানীক্ষেত আটকে পরায় শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুটে ফেরি চলাচল বুধবার সন্ধ্যায় বন্ধ। কাওরাকান্দি থেকে ছেড়ে আসা রোরো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিন শিমুলিয়া ঘাটের কাছে লৌহজং টানিং পয়েন্টের ডুবচরে আটকে পড়লে উভয় পারে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। বিআইডাব্লিউটিসি আটকে পরা ফেরিটি উদ্ধারে করার পার আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার আবার ফেরি চলাচল শুরু হয় । এতে উভয় পারে পারাপার অপেক্ষায় আটক পরেছে প্রায় ৩ শতাধিক যাত্রী ও পন্যাবাহী যানবাহন। আর এতে দূর্ভোগে পড়েছে এ রোডের যাত্রীরা।
এসব তথ্য দিয়ে বিআইডাব্লিউটিসি সহকারী ব্যবস্থাপক(মাওয়া) আশিকুর রহমান জানান,কাওড়াকান্দি ফেরি ঘাট থেকে আসার পথে লৌহজং টানিং পয়েন্টে পানি কম থাকায় আটকা পরেছে।