৭ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া সামাজিক পরিবেশ উন্নায়ন সংঘের সামনে হতে ৪০পিস ইয়াবাসহ বিক্রেতা পারভেজ বেপারীকে (২৫) আটক করে পুলিশে সোপাদ্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ওই এলাকায় মাদক বিক্রির সময় ওই বিক্রেতাকে হাতে নাতে ধরে ফেলে কাঠাদিয়া সামাজিক উন্নায়ন সংঘের লোকজন। পরে টঙ্গীবাড়ি থানা পুলিশে খবর দিলে থানা এসআই তারেকুজ্জামান তাকে গ্রেফতার করে টঙ্গীবাড়ি থানায় নিয়ে আসে। পরে বৃহস্পতিবার বিকালে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। সে উপজেলার চাপ গ্রামের মোবারক বেপারীর ছেলে । টঙ্গীবাড়ি থানার এসআই তারেকুজ্জামান জানান, সামাজিক সংঘের লোকজন ইয়াবা ব্যাবসায়ী পারভেজকে আটক করে খবর দিলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। জনকন্ঠ