৯ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের কালিখোলা এলাকায় ড্রেজারের পাইপকে বসানোকে কেন্দ্র করে সন্ত্রাসীরা কয়েকটি দোকান ভাঙ্গচুর করেছে। গতকাল শনিবার ২টার পর এ ঘটনা ঘটে।
কালিখোলা এলাকায় ধলেশ্বরী নদী থেকে রাস্তার ওপর দিয়ে পাইপ উঁচু করে বসানোর বিরোধীতা করে স্থানীয় লোকজন। যানবাহন চরাচলে সমস্যা সৃস্টি হয় বিধায় বিরোধীতা করে তারা। পাইপ বসানোর পর সপ্তাহখানেক আগে (শনিবার) জেলা প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেট দিয়ে সেই পাইপ উঠিয়ে নেয়। কিন্তু কয়েকদিন পর মুল রাস্তা কেটে আবার সেই স্থানে ড্রেজারের পাইপ বসিয়ে কাজ অবহ্যাত রাখেন। সড়ক জনপদের এই রাস্তা তারা কিভাবে কেটে ফেলে তা নিয়ে সকলের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।
পাইপ বসানোর বিরোধীতার জের হিসেবে শনিবার কালিখোলা এলাকায় ইট বালুর বিক্রির দোকানঘরে ভাঙ্গচুর চালায় সন্ত্রাসীরা।
পঞ্চসার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান গোলাম মাওলা জানান, ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জেলা যুবলীগের ক্যাডরা আমার ছোট মনিরের ইট বালু বিক্রির দোকানঘর ভেঙ্গে ফেলে।