৯ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিম ভোগ এলাকায় রবিবার বিকালে কালভার্ট ব্রীজ উদ্বোধন করা হয়েছে। উদে¦াধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালভার্ট ব্রীজ শুভ উদ্বোধন করেন মুুন্সিগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু/কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্প অর্থায়নে ৩২,৫২,৬৫৩ টাকা নির্মাণ ব্যয়ে ডা. রশরাজ মন্ডলের বাড়ীর সামনের রাস্তায় ৪০ ফুট দীর্ঘ ব্রীজ নির্মাণ করা হয়।
উপজেলা প্রকল্প অফিসার কাজী ইমতিয়াজ আশফাকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকতা তানভীর মোহাম্মদ আজিম,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অরুন চৌধুরী, জৈনসার ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম দুদু, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল করিম প্রমুখ।