১২ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : গুলশানে হলি আর্টিজানে ভয়ানক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বর্তমানে বুসান চলচ্চিত্র উৎসবের বিচার কাজে এ নির্মাতা রয়েছেন দক্ষিণ কোরিয়ায়। সেখান থেকেই নতুন এ সিনেমা নির্মাণের ঘোষণা দেন তিনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক বিনোদন সাময়িকী ‘ভ্যারাইটি’-কে দেয়া এক সাক্ষাৎকারে ফারুকী এ ছবি নির্মাণের খবরটি দিয়েছেন। বুসান থেকে তিনিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী বছরের শুরুতে তার নতুন ছবি ‘হলি বেকারি’র কাজ শুরু করবেন। এর গল্পটি হলি আর্টিজানের মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। নতুন এই ছবিতে দেশ-বিদেশের অনেক শিল্পী কাজ করবেন বলেও তিনি জানান। মোস্তফা সরয়ার ফারুকীর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পিঁপড়াবিদ্যা’। আর তার নির্মাণে ‘ডুব’ নামে একটি ছবির এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। প্রসঙ্গত, গত ১লা জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ১৭ জন বিদেশিসহ ২২ জন। তাদের মধ্যে দুই জন পুলিশ কর্মকর্তা। পরদিন সেনা কমান্ডোদের অভিযানে নিহত হন ছয় জন। যাদের পাঁচ জন জঙ্গি। হলি আর্টিজানে হামলাটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় সন্ত্রাসী হামলা।