১৩ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : সিরাজদিখানে এক তৃতীয়াংশ মেয়ের ১৮ বছরের নিচে বিয়ে হচ্ছে। এতে মেয়েদের বেড়ে ওঠার, বিকশিত হওয়ার প্রবণতা খর্ব হচ্ছে। ১৫ বছরের কম বয়সী কন্যাশিশুরা এই বাল্যবিয়ের শিকার হচ্ছে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষ্যে গত সোমবার সাথী সমাজকল্যান সংস্থার সুধীজন গোলটেবিল শীর্ষক এক জরিপ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ওই প্রতিবেদন অনুসারে, মুন্সিগঞ্জ জেলার সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে সিরাজদিখানের মেয়েরা। গতকাল ছিল আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। বাংলাদেশে অবশ্য প্রতিবছর ৩০ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশ শীর্ষস্থানীয় দেশগুলোর একটি। বাংলাদেশে ১৮ শতাংশ মেয়ের ১৫ বছর বয়সের মধ্যে বিয়ে হয়। আর ১৮ বছর বয়সের মধ্যে ৬৬ শতাংশ গ্রামের মেয়ের বিয়ে হয়।