
বিনোদন ডেস্ক, ১৪ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ) : ২০০৯ সালে একটি ফিল্মের শুটিংয়ের সময় পিঠের হাড়ে ব্যাথো পেয়েছিলেন মিঠুন চক্রবর্তী। সেই ব্যথাটি কিছুটা ভোগাচ্ছে তাকে। এজন্যকিছুটা বিশ্রাম দরকার তার। তাই অন্তত মাস খানেক বিশ্রাম নিতে লস অ্যাঞ্জেলস গেলেন মিঠুন চক্রবর্তী।
মিঠুনের ম্যানেজার বিজয় মিঠুনের আমেরিকা যাওয়ার ব্যাপারে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।ইত্তেফাক