১৫ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) পুরো নাম আসমা-উল-হুসনা জীম। বয়স মাত্র সাড়ে ছয় বছর। পড়াশোনা করছেন ৩য় শ্রেণিতে। স্থানীয় বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানার পাঁচগাঁও গ্রামে। বসবাস করছেন মুন্সিগঞ্জ শহরে। জীম পড়াশোনার পাশাপাশি ২ বছর বয়স থেকেই মায়ের কাছে হাতেখড়ি নিয়েছে কবিতা আবৃত্তির। বাবাও তাকে ব্যাপক উৎসাহ দেন। জীম প্রথম আবৃত্তির জন্যে পল্লীকবি জসিমউদ্দীন এর ‘রাখাল ছেলে’ কবিতাটি মুখস্ত করে।
এরপর একে একে বাংলা কবিতার প্রবাদপ্রতিম কবিদের কবিতা আবৃত্তির জন্যে মুখস্ত করেছেন। জীম- মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দীন, সুকান্ত, ফররুখ আহমেদ, শামসুর রাহমান, আল মাহমুদসহ প্রায় সকলের কবিতা মিলে ৫০ এর অধিক কবিতা আবৃত্তির জন্যে মুখস্ত করেছেন এবং তা নিয়মিত চর্চা করে যাচ্ছেন। জীম এর পচ্ছন্দের কবিদের তালিকায় নজরুল, ও জসীমউদ্দীন খুব প্রিয় এবং তাদের কবিতা আবৃত্তি করতে খুব ভালোবাসেন বলে জানিয়েছে। জীম বড় হয়ে একজন ভালো মনের মানুষ হতে চায় এবং একজন ভালো মানের আবৃত্তিশিল্পী হয়ে ওঠতে চায়।
এছাড়া জীম মা-বাবার স্বপ্নের সাথে নিজের স্বপ্নকে লালন করে দেশের একজন সেনাবাহিনীর ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। জীম মুন্সিগঞ্জ শিল্পকলা একাডেমি এবং মুন্সিগঞ্জ সদর উপজেলা শিশু একাডেমির একজন আবৃত্তির ছাত্রী হিসেবে অধ্যায়ন করছেন ১ বছর যাবৎ। আসমা-উল-হুসনা জীম গত ১ অক্টোবর ‘পটভূমি’ আয়োজিত কবিতা উৎসব ২০১৬ এ পল্লীকবি জসিমউদ্দীন এর ‘বঙ্গবন্ধু’ কবিতাটি আবৃত্তি করলে স্থানীয় সকল কবিতা অনুরাগীদের কাছে একজন শিশু আবৃত্তিশিল্পী হিসেবে মনোযোগ আকর্ষণ করেন।
লেখক-: কবি ও প্রাবন্ধিক অনু ইসলাম