গোলাম মহিউদ্দিন, ১৫ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডটকম) : মুন্সিগন্জ জেলার গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন, চর বাউশিয়া গ্রামের সরকার বাড়ি বালু মাঠ প্রাঙ্গনে শুক্রবার রাতব্যাপী চলবে,খেলার প্রধান আকর্ষন ঢাকা বনাম ত্রিপুরা।
বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু।প্রতিটি দেশের একটি জাতীয় খেলা থাকে,আমাদের জাতীয় খেলা হাডুডু, কিন্তু কালের পরিবর্তে হারিয়ে যাচ্ছে, এক সময় বাংলার অন্যতম জনপ্রিয় খেলা ছিল হাডুডু।
এই খেলা সাধারণত কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সব ধরনের ছেলেরা খেলে থাকে।এখন মেয়েরাও হাডুডু খেলা খেলছে।
সাধারণত বিশেষ উৎসব ছাড়া কাবাডি বা হাডুডু খেলার আয়োজন করা হয় না।
কিন্তু চর বাউশিয়া গ্রামে কোন বিশেষ আয়োজন ছাড়াই, যুব সমাজ মানুষকে আনন্দ দিতে আয়োজন করেছে হাডুডু খেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি, মোঃমিজানুর রহমান প্রধান, ইউপি,বাউশিয়া ইউনিয়ন।সভাপতি,একে এম তৌহিদ সরকার(বীর মুক্তিযুদ্ধা)সহ সভাপতি গজারিয়া থানা আঃলীগ,
বিশেষ অতিথি,মোহন মোল্লা, ওয়ার্ড মেম্বার হান্নান সরকার,মামুন মেম্বার,লালন সরকার,উপস্থাপনায়,শেখ ফরিদ(নয়ন)মাস্টার,প্রমূখ,
স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ বিভিন্ন এলাকার হাজার হাজার দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।