১৮ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : শেখ রাসেলের জন্মদিনে মুন্সিগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে জেলা যুবলীগ নেতা জালাল উদ্দিন রাজন রুমির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ পৌর মেয়র হাজী ফয়সাল বিপ্লব।
জেলা যুবলীগ সভাপতি আখতারুজ্জামান রাজীবের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগ সভাপতি বাদল রহমান,জেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল মৃধা,আওয়ামীলীগ নেতা রাহায়ন উজ্জামান রাসেল,সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সুরুজ মিয়া,শহর ছাত্রলীগ সভাপতি নছিবুল ইসলাম নোবেল,সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন সাগরসহ জেলা আওয়ামীলীগ ও এর অংগসংগঠনের বিভিন্ন নেত্রবৃন্দ। এসময় প্রায়ত শেখ রাসেলের রুহের মাগফেরাত ও দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।