হাসান জুয়েল: ১৯ অক্টোবর ২০১৬ (মুন্সিগঞ্জ নিউজ ডেস্ক) : সিরাজদীখান উপজেলার চোর মর্দন এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত তাহমিনা আক্তারের (১৫) জ্ঞান ফিরেছে। বুধবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার জ্ঞান ফিরে। কথাও বলেছে সে।
আহত স্কুলছাত্রীর ভাই মো. জসিমউদ্দিন এসব তথ্য জানান।তিনি আরো জানান, হামলাকারী দুজনের মুখ কাপড় দিয়ে ডাকা ছিলো তাই তাহমিনা কাউকে চিনতে পারেনি।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাহমিনার বাড়িতে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তাহমিনা উপজেলার রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও চোর মর্দন এলাকার মো. তফিজ উদ্দিনের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় অজ্ঞাত ২/৩ জনের নামে মামলা হয়েছে।