বুধবার, ১৮ এপ্রিল ২০১৮, মুন্সিগঞ্জ নিউজ ডটকম: মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা থেকে ৪ দালালকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- শহরের উত্তর কোটগাঁওয়ের নাছির উদ্দিন মিয়ার ছেলে রাসেল মিয়া (৩৩),যোগীনী ঘাট এলাকার হযরত আলী বেপারির ছেলে মো. নাজমুল হাসান মুকুল (৪৪), একই এলাকার মৃত রাজ মোহন হালদারের ছেলে রাধা বল্লব হালদার (৫৫) ও শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকার হযরত আলীর ছেলে মো. কাইয়ুম বেপারী (৩৫)।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, আটক ব্যক্তিরা পাসপোট অফিসের আশপাশের এলাকায় অবস্থান করছিল। পাসপোর্ট করে দিবে বলে তারা বাড়তি টাকা আদায় করত। দীর্ঘদিন ধরে তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর